মেডিকেল কলেজের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হল।

0
230

নিজস্ব সংবাদদাতা, মালদা- বাড়ছে ডেঙ্গু প্রকোপ।মালদা ডেঙ্গুতে আক্রান্ত রোগীর হদিশ মিলছে। সচেতন হয়েছে করতে উদ্যোগী স্বাস্থ্য দপ্তর। মেডিকেল কলেজের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হল।উপস্থিত ছিলেন মালদহ মেডিকেলের প্রিন্সিপ্যাল পার্থ প্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্য মেডিকেলের কর্তারা। মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের উদ্যোগে এই কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
ব্লকগুলিতেও ডেঙ্গু রোগীর হদিশ মিলেছে। ডেঙ্গু রোগীদের সঠিক চিকিৎসা পরিষেবা দিতে মেডিকেল কলেজের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ডেঙ্গু রোগের চিহ্নিতকরণ, কিভাবে চিকিৎসা করতে হবে। কোন কোন ওষুধ দিতে হবে। প্লেটলেট পরীক্ষা পদ্ধতি সহ সমস্ত রকমের প্রশিক্ষণ দেওয়া হয় উপস্থিত জুনিয়ার ও সিনিয়ার চিকিৎসকদের। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে মালদহ মেডিকেলের প্রায় ১৫০ জন চিকিৎসক অংশগ্রহন করেন। ডেঙ্গুর সাথে করোনা হলে কি চিকিৎসা প্রয়োজন।সেই সমস্ত বিষয়েও চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here