বাঁকুড়ার তিলুড়ী তে বাম পন্থী গণ সংগঠন গুলির মিছিল ও ডেপুটেশন।

সুদীপ সেন,  বাঁকুড়া:-  পঞ্চায়েত নির্বাচন আসন্ন, তার আগে সমস্ত রাজনৈতিক দল তাদের জন সংযোগে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। বাম পন্থী দল গুলি ধারাবাহিক ভাবে জনগণের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সারা বছর মানুষের সাথে রাস্তায় আছে। ৬ ই জুলাই বাম গনসঙ্গঠন গুলির পক্ষ থেকে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী গ্রাম পঞ্চায়েতে জনগণের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে প্রধানের নিকট ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। ডেপুটেশনে র আগে লাল ঝান্ডার একটি দৃপ্ত মিছিল গান্ধী মোড় থেকে গ্রাম ঘুরে পঞ্চায়েত অফিসে আসে। প্রায় তিন শ লোকের এই মিছিল পথ চলতি ও গ্রামের মানুষ দের নজর কাড়ে। এই মিছিল ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন সি, আই, টি, ইউ এর জেলা সম্পাদক সৌমেন্দু মুখার্জী, ক্ষেত মজুর ইউনিয়নের জেলা সম্পাদক সাগর বাদ্যকর, কৃষক নেতা মদন বাউরি, প্রদীপ বাউরি, শ্রমিক নেতা রাম দাস সরেন এবং অন্যান্য রা।একশো দিনের কাজের মজুরি বৃদ্ধি, বকেয়া মজুরি অবিলম্বে প্রদান। প্রধান মন্ত্রী আবাস যোজনার সঠিক ব্যাক্তি কে নির্বাচন বাড়ি দেওয়া_ এইসব দাবি গুলি মূলত প্রধান দাবি ছিল। তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী চৌধুরী বলেন, খুব শান্তি পূর্ণ ভাবে ডেপুটেশন শেষ হয়। আমি তাদের যেসমস্ত দাবি ,সেই দাবি গুলি শুনেছি।
যা ব্যবস্থা আমাদের পক্ষে নেওয়া সম্ভব , তা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *