বনমহোৎসব উপলক্ষে সুন্দরবনের বদনবাবু খেয়া ঘাট লাগোয়া ম্যানগ্রোভ চারা রোপণ।

সুভাষ চন্দ্র দাশ,গোসাবা – অরণ্য সপ্তাহ উপলক্ষে চলছে বনমহোৎসব। বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ এর মধ্যদিয়ে পালিত হচ্ছে বনমহোৎসব। সুন্দরবনের গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার উদ্যোগে বুধবার সকালে পালিত হল বনমহোৎসব।
এদিন সুন্দরবন উপকূল থানার উদ্যোগে স্থানীয় মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠ এর ছাত্র-ছাত্রী, দূর্গাবাহিনির মহিলারা বনমহোৎসব এ যোগ দেয়।সুন্দরবন কে রক্ষার জন্য অঙ্গীকার বদ্ধ হয়ে প্রায় দু-কিলোমিটার পথ পদযাত্রা অনুষ্ঠিত হয়।পদযাত্রার মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে সচেতন করা হয়। পদযাত্রা শেষে বদনবাবু খেয়াঘাট সংলগ্ন নদীর চরে কয়েকশো ম্যানগ্রোভ চারাগাছ রোপন করা হয়।
এদিন বনমহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উপকূল থানার ওসি প্রশান্ত দাস,এসআই মিজানুর রহমান সরদার , ছোট মোল্লাখালি পঞ্চায়েত উপপ্রধান তারক ঘরামী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *