আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসের আগেই দশ হাজার ম্যানগ্রোভ রোপণ করলেন সুন্দরবনের যুবক।

সুভাষ চন্দ্র দাশ,গোসাবা –মঙ্গলবার আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস।সুন্দরবন সহ জলাজঙ্গল রক্ষার্থে পৃথিবীর সর্বত্র পালিত হবে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস।ম্যানগ্রোভ দিবসের আগে সুন্দরবনের গোসাবা ব্লকের বালি ২ গ্রামপঞ্চায়েতের যুবক প্রসেনজিত মন্ডল এলাকার মহিলা প্রতিমা মন্ডল,কাকলি বিশ্বাস,সরস্বতী বিশ্বাস,প্রমিলা মন্ডল সহ ১৫ জন গৃহবধু কে নিয়ে শনি ও রবিবার নিজের উদ্যোগেই বিদ্যাধরী নদী সংলগ্ন এলাকায় ১০ হাজার ম্যানগ্রোভ রোপন করলেন।যা সুন্দরবনের বুকে বিরল।
সুন্দরবন ফাউন্ডেশানের কর্মকর্তা প্রসেনজিত মন্ডল বলেন ‘আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসের আগে রোটারি ক্লাব অফ কলকাতা অভয়ারণ্য আমাদের কে ১০ হাজার গরাণ,কাঁকড়া ও সুন্দরী গাছের চারা দিয়েছিল।সেই সমস্ত ম্যানগ্রোভের চারাগাছ আমরা বিদ্যাধরী নদী সংলগ্ন চরে লাগিয়েছি। পাশাপাশি আমরা অঙ্গিকারবদ্ধ,যেনতেন প্রকারে আমরা সুন্দরবন কে রক্ষা করবো সেই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার কাজ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *