জীবনযুদ্ধ পরাজিত হলেন ইরফান।

সুরশ্রী রায় চৌধুরীঃ-আজ ১১ টায় বিখ্যাত অভিনেতা ইরফান খান চির নিদ্রায় চলে গেলেন। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। ২০১৮ সাল থেকে নিউরো এন্ডোক্রিন টিউমারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। মারণ ক্যান্সার তাঁর শরীরে থাবা বসিয়েছিল। অসুস্থ বোধ করায় তাঁকে কাল মঙ্গলবার কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের আইসিইউতে ছিলেন ইরফান খান। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী সুতপা সিকদার, তাঁর দুই সন্তান বাবিল এবং অয়ন খান। নিউরোএন্ডোক্রিন টিউমার ধরা পড়ার পর আংরেজি মিডিয়ামে অভিনয় করেছিলেন তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন করিনা কাপুর এবং রাধিকা মদন। এর আগে ২০১৮ এ কারওয়া ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন দালকোয়ের সালমান এবং মিথিলা পালক
বেশ কিছু ছবিতে ইরফান অভিনয়ের মাধমে মানুষের মনে ছাপ রেখেছেন তার মধ্যে মকবুল, পান সিং তোমার, হাসিল, হায়দার, পিংকু তালওয়ার এবং অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ‘ সালাম বোম্বে’ অন্যতম। আন্তর্জাতিক ছবিতেও বলিষ্ঠ অভিনয়ের ছাপ রেখেছেন ইরফান। নেমসেক,লাইফ অফ পাই, ইনফারনো, স্লামডগ মিলিয়নিয়ার এবং দ্য ওয়ারিয়র তার মধ্যে অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *