বলিউডের ফের শোকের ছায়া।

ফের বলিউডে শোকের ছায়া। বৃহস্পতিবার সকালে শেষনিশ্বাস ত্যাগ করলেন ঋষি কাপুর। শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা । সংবাদমাধ্যমকে গতকাল জানিয়েছেন অভিনেতার বড় ভাই রণধীর কাপুর। ২০১৮ থেকে ঋষি কাপুর ভুগছেন ক্যান্সারে। টানা এক বছর নিউ ইয়র্কে চিকিৎসা চলার পর ২০১৯-এ তিনি রোগমুক্ত হয়ে মুম্বই ফেরেন। কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। খবর, বুধবার সকালে শ্বাসকষ্ট বাড়ায় এইচ এন এন রিলায়েন্স হাসপাতালে ফের ভর্তি করা হয় অভিনেতাকে। যদিও পারিবারিক সূত্রে জানানো হয়েছিল, সেই সময় ঋষির অবস্থা স্থিতিশীল। কিন্তু বৃহস্পতিবার সকালে ৬৭ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে যায় ঋষি কাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *