নতুন ধারণার নাম সক্রেটিস : তৈমুর খান।

0
821


নতুন ধারণার জন্ম দিতে হইবে
কল্পনা নাম্নী এক সুন্দরীকে লইয়া ঘর ছাড়িয়াছি
রাত্রির উন্মুক্ত তাঁবুর ভিতর আমাদের বাসর যাপন চলিতেছে


নক্ষত্রমণ্ডলী হাসিতেছে
রাত্রির নশ্বরেরা যাতায়াত করিতেছে
বাতাস তাহার বাতাসীকে ডাকিতেছে
সভ্যতা অসভ্যতাকে দেহ সমর্পণ করিতেছে
ধর্ম উলঙ্গ হইয়া অধর্মের ঘর করিতেছে


ইতিমধ্যে আমাদের নতুন ধারণা জন্মাইল
উহাকে কাংস্যবর্ণ ইচ্ছা খাইতে দিলাম
সে কাঁদিয়া উঠিল
স্বপনের বাতাসা আনাইলাম
সে খাইল না


দেখিতে দেখিতে সে সক্রেটিস হইল
মহারাত্রির আলোয় দাঁড়াইয়া
যুগপ্লাবনের ঘুম ভাঙাইবার কথা বলিতে লাগিল

আমরা তাহার জন্য বিষ লইয়া অপেক্ষা করিতে লাগিলাম