বিশিষ্ট কবি ও সাহিত্যিক দিলীপ রায়-এর মানবিক উদ্যোগ।

0
1716

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- বিশ্বব্যাপি এই মুহুর্তে একটিই আলোচিত নাম কোভিড-১৯। কেড়ে নিয়েছে কয়েক হাজার মানুষের প্রাণ। কর্মহীন মানুষ আজ বাঁচার তাগিদে এই মারন ভাইরাসের সঙ্গে লড়ে চলেছে প্রতি নিয়ত। মারন ভাইরাস রুখতে আপাতত মানব জাতির একমাত্র হাতিয়ার লকডাউন। আর এই লকডাউনের কারনে কর্মচ্যুত সকল স্তরের মানুষ। কাজ হারিয়েছে দিন আনা দিন খাওয়া মানুষ গুলির দৈনন্দিন দিনের। বেঁচে থাকার লড়াইয়ে তাদেরও প্রয়োজন দুবেলা দুমুঠো অন্নের। নেই কাজ। পেট চালানো দায়। সরকারি ভাবে ফ্রি রেসনিং এর ব্যবস্থা করা হলোও তা দিয়ে আর কতদিন! কিন্তু আপাততঃ কোনো উপাই নেই। তাই সরকারি সাহায্যের পাশাপাশি বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সমাজিক সংগঠন ও ক্লাব গুলি। আবার ব্যাক্তিগত উদ্যোগেও অনেকেই নিজদের সামর্থ অনুযায়ী হাত বাড়িয়ে দিয়েছেন মানুষের সাহাযার্থে। এমনই এক নিদর্শন তুলে ধরলেন বিশিষ্ট সাহিত্যিক দিলীপ রায়। তিনি একজন অবসর প্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিক।তিনি আজ তাঁর ব্যাক্তিগত উদ্যোগে পেনসনের টাকা বাঁচিয়ে দুঃস্থদের পাশে দাঁড়ালেন। আজ সকালে ১১২টি পরিবারের হাতে তুলে দিলেন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী। লকডাউনের কঠিন সময়ে এই সাহায্য পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি সকলেই। দিলীপ বাবু বলেন, ”দুঃসময়ে মানুষ মানুষের পাশে থাকবে এটাই বড় ধর্ম। লকডাউনের এই কঠিন সময়ে আমি আমার সাধ্যমত দিয়ে উনাদের পাশে থাকতে পেরে নিজে গর্বিত মনে করছি। আগামি দিনে এই ভাবে সকল মানুষের পাশে থাকার চেষ্টা করব”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here