সহজ পদ্ধতিতে বানান রাধা-কৃষ্ণের ফটো ফ্রেম : কেয়া সিনহা।

0
748

আজ আজ আমি আপনাদের সামনে একটি রাধা কৃষ্ণের ফটো ফ্রেম উপস্থাপন করছি।

উপকরণ: খবরের কাগজ, কাঁচি, ফেবিকোল, স্বরু কাঠি, তার, আইভরি পেপার, অ্যাক্রেলিক রং, তুলি, প্লাস্টিকের বোতল, পুঁতি, উল, মাস্কিং টেপ এবং কার্ডবোর্ড।

প্রস্তুত প্রণালীঃ- প্রথমে কাঠির ওপরে খবরের কাগজ দিয়ে রাধা ও কৃষ্ণের মূর্তি বানিয়ে নিন। মূর্তি গুলির হাতে তার দিন যাতে প্রয়োজনমতো বাঁকিয়ে নিতে পারা যায়। এবার পোশাক গুলি ও খবরের কাগজ দিয়ে বানিয়ে অ্যাক্রেলিক রং দিয়ে মূর্তি দুটি রঙিন করে তুলুন। এরপর খবরের কাগজ দিয়ে ফ্রেম বানিয়ে নিন। আইভরি কাগজে ময়ূর এঁকে রং করে কেটে নিন এবং খবরের কাগজের কলসি বানিয়ে রং করুন নিজের মতন। এবার মূর্তি দুটি’কে  ময়ূর কলসি এবং ফ্রেমটিকে একটি কার্ডবোর্ডে ওপর বসিয়ে দিন। এবার ফ্রেমটিকে খবরের কাগজ দিয়ে গাছ বানিয়ে, প্লাস্টিকের বোতল কেটে গাছের পাতা, উল দিয়ে লতা এবং পুঁতি বসিয়ে সাজিয়ে নিন।

এইভাবে নিজের পছন্দ মতন ফটো ফ্রেম তৈরী করে আপনার প্রিয়জনদের উপহার দিন।