“Best Teacher Award-2020 ” সম্মানে ভূষিত হলেন বীরভূমের বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস।

0
626

বীরভূম, ভবানী প্রসাদ রায়ঃ- নতুন নতুন উদ্ভাবনী চিন্তাধারা স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক – বীরভূমের বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস এবার আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন । Institute of Scholars (InSc) নামক এক আন্তর্জাতিক সংস্থা বীরভূমের এক প্রত্যন্ত গ্রামের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাসকে তাঁর পঠনপাঠন ও স্কুল উন্নয়নের বিভিন্ন নতুনত্ব এবং উদ্ভাবনী চিন্তাধারাকে কুর্নিশ জানালো
“Best Teacher Award-2020 ” সম্মানে ভূষিত করে । এর আগে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের সর্বোচ্চ সম্মান “শিক্ষা রত্ন – 2018” পেয়েছিলেন । প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান যে গত দশ বছর ধরে বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন এবং বিভিন্ন পঠনপাঠনের নতুনত্ব আনার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন । এখানে Bioflok পদ্ধতিতে মাছ চাষ যার দ্বারা দেশি কই, মাগুর ইত্যাদি মাছের চাষ হয়। বজ্য পদার্থ ব্যবস্থাপনা , ক্ষতিকর পার্থেনিয়াম নিধন , মিক্স ফারমিং ব্যবস্থা যেখানে মিড ডে মিলের জন্য শবজী চাষ, ফুলের বাগান , ওষধি গাছের বাগান রয়েছে । এছাড়াও বৃষ্টির জল সংরক্ষণ করে কৃষি ক্ষেতে ব্যবহার করা হয় । প্রতিটি শ্রেণীকক্ষ বিভিন্ন painting ও carton দিয়ে সাজানো যা অতি সহজেই ছাত্র ছাত্রীদের আকর্ষণ করে । আর তাঁর এই কর্মকান্ড সকল শিক্ষক সমাজের কাছে এক শিক্ষনীয় বিষয়। একজন যথার্থ শিক্ষক হিসেবে তিনি এক উদাহরন হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছেন তাঁর অক্লান্ত উদ্ভাবনী ক্ষমতার দ্বারা, এবং হয়ে উঠেছে সকল ছাত্রের কাছে এক আদর্শ শিক্ষক। এহেন গুণী মানুষের এই সম্মাননা প্রাপ্তিতে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানায় সব খবর-এর গোটা পরিবার।