চিরকালের  স্বপ্নের  মহানায়ক উত্তম কুমার আজও বাঙালীর হৃদয়ের মনিকোঠায় সমাদৃত।

0
1232

সুভাষ চন্দ্র দাশ , ক্যানিং : – মহাপ্রয়াণের দীর্ঘ ৪০ তম বছর পার হবার পরও উত্তম উন্মাদনায় বাংলা ছায়া ছবি তাঁরই বন্দনায় গায় । যৌবনের উচ্ছলতা,রোমান্সের আনন্দ-অনুভুতি এবং চরিত্র চিত্রণে অসামান্য প্রতিভা ছিলেন উত্তম কুমার। তাঁর অভিনয় নৈপূণ্যে মহানায়ক আজ ও সজীবতার জীবনতীর্থে বিচরণ করেন ২৪ জুলাই।
যুগের অগ্রগতির জোয়ারে জীর্ণ-পুরানো বিসর্জিত হয়ে নবীন সৃষ্ট সম্পদ গুলি বর্ণোজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু মহানায়কের ক্ষেত্রে সম্পূর্ণভাবে তাঁর বিপরীত দিকটাই উদ্ভাসিত হয়ে ওঠে। তৎকালীন সময়ে দুর্বল প্রযুক্তি,ভাঙা ক্যামেরা,অনুন্নত সাউন্ড,তার উপর নড়বড়ে প্রযোজনা স্বত্তেও সিনেমা হল গুলিতে “হাউসফুল” বোর্ড হামেশাই দেখা যেতো। কিন্তু আজ এই একবিংশ শতাব্দীতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বাংলা ছবি। আশ্চর্য হলেও সত্যি কথা বাংলা ছবির শুটিং করতে পরিচালকরা পাড়ি দিচ্ছেন সূদূর  লন্ডন আমেরিকা সহ ভিন দেশে। কিন্তু ছবিগুলি বিশাল অঙ্কের বাজেটের হওয়া স্বত্তেও এক,দুই অথবা সর্বোচ্চ সপ্তাহ তিনেক চলে বটে!দর্শকের সংখ্যা এতোটাই কম যে,“হাউসফুল” শব্দটি বাংলা ছবির ক্ষেত্রে অজানা। কিন্তু মহানায়কের সময়কার অনুজ্জ্বল সাদা-কালো ছবি দেখতে দর্শক ছুটে যেতেন প্রেক্ষাগৃহ গুলিতে। বাড়ির গৃহিণীরাও তড়িঘড়ি রান্নাবান্না সেরে রিক্সায় বসে পান চিবোতে চিবোতে তাঁদের মহানায়ক কে দেখতে যেতেন। সেসব ঘটনা আজ বিরলতম ইতিহাস।
আসলে উত্তম কুমারের সাদামাটা বাঙালি চেহারার অন্তরালে একটা কোমল আকর্ষণীয়। যে ব্যক্তিত্বটি ছিল তার মাধ্যমে জয় করেছিলেন বাঙালির হৃদয়। মানুষের মনকে ছুঁয়ে যাওয়া অভূতপূর্ব হাসি,সাদা কালো ছবিতে তাঁর রঙিন উপস্থিতি দর্শকদের কে মোহিত করেছিল। প্রয়াণের ৪০ টি বছর অতিক্রম করলে ও তাঁর জনপ্রিয়তার বিন্দুমাত্র ভাটা পড়েনি। মহানায়ক অভিনিত কোন কোন ছবি  দর্শকদের দশবার দেখা থাকলে ও ,সেই ছবিটি পুনঃরায় টিভির পর্দায় প্রদর্শিত হলে ১১ বারের মাথাতেও সেই সিনেমাটি দেখতে দর্শকরা কুন্ঠাবোধ করেন না। তাঁর অভিনিত ছবিগুলি এভারগ্রিন হয়ে রয়েছে দর্শকদের মনে।
অরুন চ্যাটার্জী থেকে উত্তমকুমারে উত্তরণ এটা কিন্তু একদিনের ব্যাপার নয়। প্রথম দিকে ’কামনা’ , ’মর্যাদা’, ’ওরে যাত্রী’, সহযাত্রী’ , ’সঞ্জীবনী’ সহ একগুচ্ছ ফ্লপ ছবির পাহাড় অতিক্রম করে অবশেষে পায়ের তলায় মাটি ফিরে পেয়েছিলেন নির্মল দে পরিচালিত “বসু পরিবার” ছবিতে। অভিনয় জীবনের প্রাথমিক লগ্নে একের পর এক ছবি ফ্লপ করায় তাঁকে নিয়ে কাজ করার ভরসা পাননি একাধিক পরিচালক। উত্তম কুমার  কিন্তু বহু অপমান , অবহেলা,বিদ্রূপ সহ্য করেছিলেন। আস্থা রেখেছিলেন নিজের কাজের প্রতি। ভেঙে পড়েননি কিংবা বিচ্যুত হননি তাঁর লক্ষ্য থেকে। যার ফলাফল “অগ্নি পরীক্ষা , সাগরিকা,হারানো সুর,সপ্তপদী,ইন্দ্রাণী,এ্যান্টনি ফিরিঙ্গি,দেয়া নেয়া,নায়ক,অগ্নীশ্বর এর মতো কালজয়ী ছবি গুলো দেখার সৌভাগ্য আমাদের হয়েছে।
মহানায়কের সঙ্গে একাত্ম হয়ে গেছেন যে সমস্ত সঙ্গীত শিল্পীরা, তাঁদের মধ্যে অন্যতম হলেন হেমন্ত মুখার্জী,মান্না দে, শ্যামল মিত্র এবং অবশ্যই কিশোর কুমার । মহানায়কের লিপে সর্বোচ্চ মান্না দে’র গান থাকলে ও উত্তম কুমারের লিপে হেমন্ত মুখার্জী’র গান যেন বৃষ্টিস্নাত নীল অাকাশে সাতরঙা রামধনু। হেমন্ত মুখার্জী এবং উত্তম কুমার বলতে গেলেই একই পাড়ার বাসিন্দা ছিলেন। বাস্তবিক ক্ষেত্রেও উত্তম কুমার এবং হেমন্ত মুখার্জী’র কন্ঠস্বরের মধ্যে এক অদ্ভুত মিল ছিল। “হারানো সুর” প্রসঙ্গে একটা কথা বলা যায়,অজয় কর পরিচালিত এই প্রথম ছবির সুরকার ছিলেন হেমন্ত মুখার্জী। ছবিতে ব্যাক রাউন্ড মিউজিক দেওয়ার সময় হেমন্ত বাবুর হঠাৎ মনে হল নায়িকার নাম ধরে নায়ক এর কন্ঠে কয়েক বার ডাক থাকলে খুবই ভালোহত। এবং সেটা মিউজিক নেবার সাথে সাথেই করা উচিৎ। কিন্তু শেষ মুহুর্তে উত্তম কুমারকে পাবেন কোথায়?? শেষটাই “রমা রমা রমা ” ——— বলে  ডাকটা হেমন্ত বাবু নিজেই দিলেন। ছবি রিলিজের পর কেউ ধরতেই পারলো না ডাক টি উত্তম কুমারের না হেমন্ত বাবুর। এরকম বহু ছবিতে কিছু কিছু সংলাপে উত্তম কুমারের বদলে হেমন্ত মুখার্জী নিজেই দিয়েছেন বলে শোনা যায় ।
দিন টা ছিল  ১৯৮০ সালের ২৪ জুলাই। রাত ৯ টা ৩২ মিনিট হয়ে ২৬ সেকেন্ড। স্থান বেলভিউ নার্সিংহোম। সমগ্র বাঙালী জাতির কাছে এই দিন টি তাদের বড় কাছের মানুষটি কে চিরতরের জন্য হারানোর দিন হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। আজ প্রায় দীর্ঘ ৪০ বছরেও বাংলা চলচিত্রে তাঁর অভাব পূর্ণ হয়নি। বহু তাবড় তাবড় অভিনেতা বা নায়ক বাংলা সিনেমা জগতে আছেন বটে,কিন্তু তাঁরই শূণ্য  সিংহাসন টি আজও পর্যন্ত কেউ স্পর্শ করতে পারেন নি। তাই আজ ও উত্তম কুমার প্রাসঙ্গিক । তিনি আমাদের চিরদিনের এবং চিরকালের বাঙালী মনের হৃদয়ে গেঁথে থাকা স্বপ্নের মহানতম মহানায়ক উত্তম কুমার।