ভারতীয় গণতন্ত্রে সংখ্যালঘুর অধিকার নিয়ে বক্তব্য রাখলেন সর্দার আমজাদ আলি।

0
1337

কলকাতা, ১৭ ডিসেম্বর ২০২২:- রবিবার ১৮ ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস। সেই উপলক্ষ্যে শনিবার স্বরাজ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ আয়োজন করল এক আলোচনা সভা। কলকাতার কিরণ শঙ্কর রায় রোডের হেস্টিংস চেম্বারে স্বরাজ ইন্ডিয়ার রাজ্য দফতরে অনুষ্ঠিত আলোচনা সভার নাম ছিল ‘ভারতীয় গণতন্ত্র ও সংখ্যালঘু সমাজ’।

বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও লেখক সর্দার আমজাদ আলি।

অনুষ্ঠানে হাজির ছিলেন স্বরাজ ইন্ডিয়ার জাতীয় পরিষদের সদস্য কল্যাণ সেনগুপ্ত, রাজ্য সভাপতি অধ্যাপক সঞ্জীব মুখোপাধ্যায়, রাজ্য কোষাধ্যক্ষ ডাঃ রত্না পাল প্রমুখ। অধ্যাপক সঞ্জীব মুখোপাধ্যায় পুষ্পস্তবক তুলে দেন মাননীয় সর্দার আমজাদ আলির হাতে।

সর্দার আমজাদ আলি তাঁর বক্তব্যে গণতন্ত্রের ধারণা, বিশ্বের নানা দেশের সংখ্যালঘুদের কথা এবং আজকের ভারতে ঘটে চলা সাম্প্রদায়িক রাজনীতির নানা প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, “সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ভারতে কোনো একটি সম্প্রদায় একা লড়েনি। তখনকার জনসমাজের সমস্ত ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ প্রাণ দিয়েছেন। ভারতবাসী হিসেবে আমার জীবনবেদ হল সংবিধান।”

মিডিয়া সেল | স্বরাজ ইন্ডিয়া
যোগাযোগ – ৮৩৩৬ ৯৩৯৩৯৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here