গ্রহণ লাগা চাঁদকে কিছু জিজ্ঞাসা
করবো না ভেবেও
আমার অস্ফুট কথা চাঁদ বুঝেছিলো l
তাই আকাশ ছোটো হয়ে গেলো
ঝরবে বলে যে মেঘ সেজেছিলো
সে নিরাভরণ হোলো….
চাঁদ ও মেঘকে মুখোমুখি বসিয়ে
ঝিঁ ঝিঁ ডাকা রাতে কদমের কাছে গেলাম
সে ইশারায় বললো
“ এখন না, শ্রাবণ শেষে এসো তুমি”….
আমি সত্যিটুকু অস্থি মজ্জায় পুঁতে ফেলি
তারপর মিথ্যা নির্যাস উনোনে ঢেলে
উথলানো হাড়িতে ভাতের গন্ধ শুঁকি
বেঁচে থাকাটা খুব জরুরী
এখন থাক সে সব অধরা মাধুরী…..












Leave a Reply