সে সব অধরা মাধুরী : ঝুমা মজুমদার চৌধুরী।

0
625

গ্রহণ লাগা চাঁদকে কিছু জিজ্ঞাসা
করবো না ভেবেও
আমার অস্ফুট কথা চাঁদ বুঝেছিলো l
তাই আকাশ ছোটো হয়ে গেলো
ঝরবে বলে যে মেঘ সেজেছিলো
সে নিরাভরণ হোলো….

চাঁদ ও মেঘকে মুখোমুখি বসিয়ে
ঝিঁ ঝিঁ ডাকা রাতে কদমের কাছে গেলাম
সে ইশারায় বললো
“ এখন না, শ্রাবণ শেষে এসো তুমি”….

আমি সত্যিটুকু অস্থি মজ্জায় পুঁতে ফেলি
তারপর মিথ্যা নির্যাস উনোনে ঢেলে
উথলানো হাড়িতে ভাতের গন্ধ শুঁকি

বেঁচে থাকাটা খুব জরুরী
এখন থাক সে সব অধরা মাধুরী…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here