মূল্যায়ণ : উজ্জ্বল সামন্ত।

0
562

অনুভূতি আর সহানুভূতি কখন সরলরেখায়
সোজা শিরদাঁড়া শ্রদ্ধায় বেঁকে কখন ঘেন্নায় মুখ ফেরায়
বহিরঙ্গে আর অন্তবর্তী চেহারা কখন পার্থক্য চেনায়
আয়নায় প্রতিচ্ছবি ফুটে ওঠে অন্তর্দৃষ্টির তীক্ষ্ণ ফলায়

ক্ষমতা ও অর্থের লোভে মানুষ অমানুষে রূপান্তরিত
পাহাড়ের চূড়া যেন নুইয়ে পড়ে হয়েছে হস্তান্তরিত
মানুষ মনুষ্যত্ব বাষ্পীভূত অহংকারী লেলিহান শিখায়
অভিনয়ের রঙ্গমঞ্চ ওলট পালট অঙ্গুলির অদৃশ্য ইশারায়

আমিত্বের অহংকারী রূপ মনুষ্যত্ব চেতনা ভোলায়
ঠিক ভুলের সমীকরণের ইঙ্গিতও কখন অসহায়
বিবেকের দংশনে আবৃত মন ঢাকে অমাবস্যায়
হুশ ফেরে অজ্ঞাত আলোড়নে উন্মুক্ত চৈতন্য জাগায়

ফিরে দেখা সময় যদি ভুল ত্রুটি নিত শুধরে
ইচ্ছে অনিচ্ছেরা কখন যেন আঁধারে কাঁদে গুমড়ে
মন তো খাঁচাবন্দী স্বার্থপরের জোরালো অবস্থান
জাঁতাকলে পেশাই জীবন মূল্যায়ন বড়ই বেমানান…