হাঁটছি : চৈতালী রায়।

0
557

ভাঙা রোদে হেঁটে চলেছি ,
সেতুটা নড়বড় করছে ,
আকাশ চিৎ হয়ে শুয়ে আছে – তথাকথিত নদীর জলে।
একসময় সবই ছিলো –
ঘোড়ায় টানা রথ , কিংবা খানদানী মেজাজ

আজ দেখি – দু’পাড়ে পড়ে আছে
গলাকাটা শরীরগুলো – ছিন্নভিন্ন, ছড়িয়ে ছিটিয়ে।
আশা আর স্বপ্নগুলো
বাবুই – এর বাসা হয়ে ঝুলে রইলো ।

ভাঙতে ভাঙতে ভাত চাই – এর মিছিলের মতো
আমি হাঁটছি ।
অতীতের কাটা শরীরগুলো
তুলে নিয়ে জোড়া দিতে চাইছি ,
কিন্তু, সেগুলো থকথকে জেলীর মতো –
দেখা যায় , তোলা যায় না —

দু’ হাত জুড়ে থাকা কেজো ব্যস্ততা ধুয়ে ফেলেছি।
তুমি অস্থির হয়ে চলে গেলে
ভূগোলের ম্যাপে অক্ষাংশ, দ্রাঘিমাংশ পাল্টে গেলো
আমি তো হাঁটছি , এখনও হাঁটছি —-