বাগযন্ত্র : রাণু সরকার।

0
531

কিছু শব্দ ছাইরঙের তারা বাঁচতে চায়,
সবেগে তাড়িত করে তমসায়-মস্তিষ্কে কঠোর আঘাত করে তখন আর্তনাদে ধ্বনিত হয়-

শব্দ গুলো বিরক্তিকর-ক্লান্ত করে তোলে বিদ্রূপ রোষ সংঘর্ষ চলে এদের সাথে-
তাই নিক্ষেপ করলাম অগ্নিতে ধোঁয়ার সাথে উড়ে গেলো কিন্তু কিছু থেকে গেলো-
রোজনামচায় অক্ষর মুদ্রিত করে রাখা।

অলক্ষিতভাবে চলে আসে মস্তিষ্কে তখন অনুসন্ধান করতে বাধ্য হই-
এদের ছেড়ে কী করে বাঁচা যায়-এরাতো আমার বাগযন্ত্র।৷