বাকল : শক্তি কুন্ডু ৷

0
578

এক একটা বাকল নত হওয়া প্রজাদের মতো
পড়ে আছে গাছেদের নীচে !
এক একটা পুরু ছিলো বোঝা যায় বেশ ,
নধর দেহের ভাঁজ শুকনো রঙের মাঝে ফুটে আছে
আবছা কুয়াশার মতো আজো !

কারো গায়ে গান লেখা নেই ,
তবে ঋতুদের যাওয়া আসা ,
বিদ্রুপ, কানাকানি,
হেরে যাওয়া ঝরে যাওয়া পতনের ইতিহাস
চোখে পরে বেশ!

অযোগ্যতায় হিংসায় জয়ী হওয়া
মানবতার বলাৎকার করা অভ্যাস
খসিয়েছে বাকল তাদের ,
জানা যায় অরণ্যে শুকনো পাতার কান্নায় !

তবে কান্নার চিৎকার এখনো খাঁচায় ,
লোহার গারদে মাথা ঠোকে রোজ,
বেরোয় না,বেরোতে পারেনা
নতুন বাকল ছিড়ে মুক্ত হতে ৷