অপরূপ অসুখের আগে : শুভঙ্কর দাস।

0
469

সূর্যকরোজ্জ্বল একটি প্রভাত সীমাহীন অপমানের ভেতর গৌতম বুদ্ধের চোখের মতো সঞ্চারিত করে এগিয়ে চলি

সেই অন্ধকারে,যেখানে শত শত পূর্বপুরুষ স্বর্ণশিকারে শ্বাসবায়ু খরচ করেছিল একদিন

আমি চমৎকার চিৎকার করে বলে উঠি,রাম নয়,মারীচ নয়,পঞ্চবটী বনও নয়

সীতা-উদ্ধারে সীতাকেই যুদ্ধ করতে হবে,শত শত নারীর হয়ে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here