শ্রীরঞ্জনী ও কফিকাপ : সম্রাট দে।

0
502

সেই কফিকাপ, পুরনো আঙুল হাত নেই হাতে, বল কার দোষ?
ধোঁয়ার ফিতে মাপছে অতীত, স্মৃতি বেড়ে ওঠে পেয়ে খোরপোশ!

চিনি বিহিসেব মেশায় চামচ,তুই তা মেশাতি ছিল দস্তুর।
কফিকর্ণারে সেই টেবিলেই,ঝরে বৃষ্টি। চেনা দৃষ্টিরা আজ বহুদূর…

হয়না শুরু প্রথম চুমুক, শুধু কাপ সাথে চামচ নিচ্ছে স্বাদ।
টুংটাং করে বাজে চেনা সুর,শুনবো না, তাই সুরে কানে সংঘাত!

কুন্ডলীপাকা সাদা নিকোটিন, কতশত ছবি, আবছা ধোঁয়ার ক্যানভাস।
অপলক দেখা, ছবি নির্বাক, কফিকাপে নীরবতা মাখা একরাশ।

কফিকাপে ডুব, আখরমিছিল বিনামূল্যে ভাঙে শৃঙ্খল।
তুই রাখলে হাত, কফির টেবিল উষ্ণতা আনে ঘিরে দলবল।

সেই কফিকাপ, অচেনা আঙুল, হাত নেই হাতে তবু কাপ ছুঁই।
ফিরে আয় তুই, পাশে তোকে পেলে হবে কফিকাপ ফের জুতসই।

সেই কফিকাপ, পুরনো আঙুল, হাত নেই হাতে গোনে পরিহাস।
ধোঁয়ার বহর স্মৃতি হাতরায়, কফিকর্ণার ছাড়ে ঘন নিঃশ্বাস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here