বিবেক বলছি :: উজ্জ্বল সামন্ত।

0
558

আমি বিবেক বলছি শুনতে পাও কৃষকের আর্তনাদ
আঘাতে ক্ষতবিক্ষত চাষীর দেহে কালসীটে রুলের দাগ
ওদের দাবী কৃষি আইনের সংশোধন নিজ স্বার্থ রক্ষায়
ওরা মাঠে নাঙল না ধরলে জমিতে ফসল কে ফলায়?

ওরা আন্দোলনরত দেড়মাস দিনরাত এক করে রাস্তায়
প্রতিবাদে সোচ্চার শিখ পাঞ্জাবী রক্তচক্ষুকে না ডরায়
নতুন কৃষি বিলের সুবিধা নেবে কিছু পুঁজিপতি কেন হায়
গায়ের রক্ত জল হয়ে ঝড়ে পরিশ্রমের সার্থকতা কোথায়!

রক্ত ঘাম পরিশ্রম কৃষকের তবে কেন এই নতুন কৃষি বিল
লাঠির আঘাত জল কামানে কৃষকের দেহ নীল
কৃষকের স্বার্থ কে ভেবেছে কখন, যখন মূল্যবৃদ্ধি সার কীটনাশক বীজ প্রচ্ছন্ন বেকারত্বে কৃষিজীবী

দেশের আয়ে ৭০% কৃষি, খাদ্যের যোগান আমরাই করি
গণতন্ত্রে বিশ্বাসী আমরাও ভোটার দেশ আমরাও গড়ি
নানা অছিলায় তাবেদারীতে নোটের বান্ডিল ভরছে পকেটে
ইতিহাস সাক্ষী কোন প্রতিনিধি কেলেঙ্কারির ফাঁসে আমরন কারাগারে পঁচেছে?

কেন ভুলে যাও আন্দোলনের আঁচ তীব্র দহন জ্বালে
ছাই চাপা আগুন কখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে
রাস্তাই তো পথ দেখায় পথিক ঠিক গন্তব্যে পৌঁছায়
কেমন হয় প্রতিবাদে যদি কৃষক, মাঠ ছেড়ে হাল চালায় রাস্তায়?