মুক্তি পথের যাত্রী : মহীতোষ গায়েন।

0
557

হাঁটতে হাঁটতে থমকে গিয়েছে পথ
পথের মাঝেই হাজার বিপদ ভয়,
মানুষের তবু বাঁচার জন‍্য লড়াই
লড়তে লড়তে হবেই শেষে জয়।

আকাশে উঠেছে কাস্তের মত চাঁদ
ধানের ক্ষেতে বইছে খুশির হাওয়া,
এসো জোট বাঁধি মুক্তি পথের যাত্রী
এ-পথের দিশা অনেক কষ্টে পাওয়া।

হৃদয় আকাশে সোনালী দিনের মেঘ
এসো গড়ে তুলি পথের মাঝেই সুখ,
বৃষ্টি হচ্ছে,বৃষ্টিতে ধোয় চরাচরের কষ্ট
জীবন যুদ্ধে জিতবে সব হারানো মুখ।