অপেক্ষার উপেক্ষা : সুরভি জাহাঙ্গীর।

0
553

খুব ইচ্ছে ছিল কঁচি কলাপাতা রং এর শাড়ি পড়ি!
হাত ভর্তি কাঁচের চুড়ি রিনিঝিনি!
বিনুনিতে কাঁঠালচাঁপা অথবা রঙ্গন!
কখনো পড়া হয়নি..
তাই ইচ্ছেরা আজো সাজহীন!

সাদাসিধে অভ্যেসের জীবন আর শখের দিন গোনে না!
অভিমান হারিয়ে গেছে শাল-পিয়ালের বনে..মধুমিতা কাঁদে!

হঠাৎ অবেলায় অযথার রিনিঝিনি উপহারে তুমি!
বিলীনের তীরে একাকিনী!
দিবস রজনী ভালোবাসা.. ভালোবাসি ভুলে গেছি!

জীবনটা ঠিক আক্ষেপের তালগাছের মত দাঁড়িয়ে..
উপেক্ষার আকাশের দিকে তাকিয়ে!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here