প্রসারিত হোক শুদ্ধ জ্ঞানের-
বিশুদ্ধ হোক মন,
পাতাঝরা যত ডালে ঝরুক-
নব সবুজের বর্ষণ।
নির্বাক মুখে ভাষা তুলে দাও-
সত্য বাঁচিয়ে রাখার,
বৃষ্টিহীন জনপদে যত –
জড়িয়ে ধরুক আষাঢ়।
অনুগত ছেড়ে অবগত হও-
বদল করো স্বভাব,
পরজীবী নয় স্বভোজী হও-
মোছো নির্ভরতার অভাব।
বীরের মতো আওয়াজ তোলো-
সাহস হোক না অস্ত্র,
একতায় যদি ভালোবাসা থাকে-
তার একটাই হবে বস্ত্র।