কেউ কথা রাখেনি : শতাব্দী মজুমদার।

0
504

কেউ কথা রাখেনি,
কেউ কথা রাখলো না।
হাত ধরার সময়
প্রতিশ্রুতি দিয়েছিল,
কখনো হাত ছেড়ে যাবে না।
পাশে থাকবে,আগলে রাখবে
অথচ সত্যিই সে
ছেড়ে চলে গেল।

ভালোবাসার যন্ত্রনায়
ছটফট করতে করতে
কেটে গেল কত
ঘুম না আসা রাত,
বার বার মনে হয়েছে
সবটাই বুঝি দুঃস্বপ্ন,
সে তো হারিয়ে যায় নি
আছে ,আমারই আছে।
এই বুঝি আবার
ডেকে নেবে কাছে,
আদরে আদরে
সব যন্ত্রনা নেবে শুষে।
কিন্তু না,বাস্তবে তো নয়ই
স্বপ্নেও সে আর এলো না।

অপেক্ষা শেষ,
সে আর আসবেও না।
আসবে না কখনো
আমার হয়ে,
এখন সে অন্য কারো।