অমর একুশে ফেব্রুয়ারি ::: রোজী নাথ।।।

0
641

রক্তঝরা দিনের শেষে একুশে ফেব্রুয়ারি
প্রাণের ভাষা মাতৃভাষা যে যেখানেই থাকি।

অনেক লড়াই করেই হলো মাতৃভাষার জয়
বীর শহীদের এই সংগ্রাম চিরকাল অক্ষয়।

রক্তে গাঁথা দিবস তুমি একুশে ফেব্রুয়ারি
তোমার বুকে আঁচড় কেটেছে শাসক স্বৈরাচারী।

পাক শাসনে উর্দু নাকি রাষ্ট্রভাষা হবে?
বাংলা তাই ঝাঁপিয়ে পড়েছে প্রবল আন্দোলনে।

বাংলাকে তো ভুলতে পারেনি দামাল ছেলের দল
রমনার ঘাস সেই ছেলেদের রক্তে হয়েছে লাল।

কতো যে জীবন ছারখার হলো বুলেটের আঘাতে
অত্যাচারীরা স্বপ্ন কেড়েছে কতো নির্দয়ভাবে।

বাংলার হিরে-মানিক দিল অসমে বলিদান
ইউনেস্কো স্বীকৃতি দিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান।

অশ্রুসিক্ত বাহান্নর সেই কালো দিন গেল চলে
উর্দু ছেড়ে ঘাম মুছলাম বাংলার আঁচলে।

একুশে ফেব্রুয়ারি আজ করছি সবাই স্মরণ
বাংলায় বলি বাংলায় লিখি বাংলা মোদের জীবন।