একুশে : পার্থ সারথি চক্রবর্তী।

0
389

সূর্য আজো ওঠে প্রতিদিন ডোবার পর
বরকত আর রফিক আজো গলা ছেড়ে ডাকে-
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণের আশা।
হাজার মানুষের মিছিলে ধ্বনিত হয়-
বুকের বিশ্বাস, মনের জোর
রক্তে রাঙানো পথ ধ’রে আজো
হেঁটে যায় মাতৃভাষার প্রতি ভালোবাসা
তাজা বুলেটের গর্জন ছাপিয়ে
মনের ভেতর গান ধরে-
একুশের প্রত্যাশা, মায়ের ভাষা
আমার, আমাদের অস্তিত্বের বাংলাভাষা।