ভাষা : প্রত্যয় হামিদ।

0
394

প্রতিটি দিন যত শব্দ উচ্চারিত হয়
যতগুলো ঠোঁটে ফোটে নতুন উচ্চারণ
বাংলার প্রতিটি বর্ণে সেসব তোলে
সুরের প্রতিধ্বনি।

পৃথিবীর সমস্ত প্রথম কান্না
প্রথম যত হাসি
একটু একটু ফুটতে থাকা অনুচ্চারিত ভালোবাসা
বাংলাকে ছুঁয়ে যায়

আমার বাংলাকে ঘিরে এভাবেই বাঁচে
পৃথিবীর তাবত শব্দ-
কেননা
বিশ্বের প্রতিটি বর্ণে লেগে আছে
বাংলাভাষার বিচ্ছুরিত রক্ত
কেননা
যাবতীয় উচ্চারণে মিশে আছে
উৎসর্গের ফাগুণ সময়।

কেননা
ভাষার বেদিতে
বাংলার রক্তে অধিষ্ঠিত
ক্ষত্রীয়-অক্ষত্রীয় বর্ণসকল