সুর্বণ আঁচলের ছায়া : শুভঙ্কর দাস।

0
468

যেন ঘুম থেকে উঠে এলো,অ্যামিবা…
ইশারায় এগিয়ে গেলো ঘাসের ভেতর,ঘটে গেল পার্থিব পরিচয়
সহস্র সহস্র ঘুর্ণিজলে, থেমে গেল,হৃদয়
চোখের সামনে জলজ পর্দা,একটি গ্রহের মতো শ্বাসের আরতি ও আড়ম্বর
শুধু অলৌকিক স্পর্শে ডেকে উঠল, মা

সেই শুরু, তারপর বাহান্ন বর্ণের বর্ষ, বর্ষের ভেতর দিনকাল,কালের ভেতর মুহুর্ত

সবই সূর্যোদয়ের মতো স্বচ্ছ, সুন্দর

আমি তো বিশ্বজয় চাইনি,অমরত্ব চাইনি,চেয়েছি শুধু মায়ের আঁচল,তার ছায়া

জন্ম-জন্মান্তরে যা সোনার চেয়ে দামী,অনশ্বর মায়া!
———————–//————