স্বরে অ স্বরে আ : ঝুমা মজুমদার চৌধুরী।

0
381

(১)
নেই যেন আর জলের সাথে সখ্যতা
ডাঙা হেঁটে হেঁটে মুছে গেছে
সেইসব প্রিয়জন জলনূপুর সরলতা
শুধু সবুজ পাতায় এখনও
চিকচিক করে প্রথম “মা” ডাকা

(২)
নোয়াখালি টান, ছোটদাদুর হাসি খুনসুটি
নির্বাক আজ অস্ফুট স্মৃতি
পলাশ চিঠি অরণ্য নিবিড়
সুরধ্বনি কথা, বাঁধভাঙা ভাষা
শাণিত ধারায় গায় ভাটিয়ালী

(৩)
গয়নাবড়ি রোদ, মিঠে পান ঠাম্মা
আহ্লাদ সুর কোলে টেনে বলে
স্বরে “অ” স্বরে “আ”
নিকানো উঠোন , উথলানো ভাতের হাঁড়ি
এক ফাঁকে স্লেট মুছে লিখে দেয় মা
আজ একুশে ফেব্রুয়ারী l