কুড়মি সমাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করছে,তমলুক থেকে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

0
296

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কুড়মি সমাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করছে, শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে এবং অত্যাচারের বিরুদ্ধে সোনাপেতিয়া টোল প্লাজা থেকে রাধামনি পর্যন্ত ধিক্কার মিছিলের আয়োজন করা হয়, এই ধিক্কার মিছিলে পা মিলিয়েছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা, প্রসঙ্গত
কুড়মি জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি এবং কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলির অন্তর্ভুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষোভ রেল অবরোধের পাশাপাশি রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ, যার ফলে চরম সমস্যায় পড়েছে যাত্রীরা,তবে যতক্ষণ না তাদের দাবি পূরণ না হয় ততক্ষণ বিক্ষোভ চালিয়ে যাবে তারা,এমনটাই জানিয়েছেন বিক্ষোভকারীরা। সেই প্রসঙ্গ নিয়ে কার্যত মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী, তিনি বলেন এই জটিলতা তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কথোপকথনের মধ্য দিয়ে অবরোধ তুলতে পারছে না এই সরকার, SC ও ST তালিকার অন্তর্ভুক্ত করবে কিনা সেই বিষয় নিয়ে মিটিং করা উচিত রাজ্যের, আসল কথা ভাগ কমে যাবে, এমনইভাবে কটা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।