খেলা হবে : উজ্জ্বল সামন্ত।

0
613

ওহে শুনেছো , দেখেছো টিভিতে, খবরের কাগজে
“খেলা হবে”- কি খেলা? কিসের খেলা? কে খেলবে?
ছোটদের না বড়দের, পাড়ার, ক্লাবের, রাজ্য না দেশের?
মনুষ্যত্ব ? মূল্যবোধের? রাজনীতি না গনতন্ত্রের ?

ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস সহশ্র খেলা আছে
খেলা হবে তার মধ্যে কোন খেলায় থাকবে?
দর্শক থাকবে? ভীড় হবে ?
আচ্ছা ,রেফারি বা আম্পায়ার নিশ্চয়ই কেউ থাকবে
যার অঙ্গুলি হেলনে সমগ্র খেলা পরিচালনার ভাড় নেবে

খেলা কি নিরপেক্ষ বা স্বচ্ছ হবে ? হার জিত থাকবে?
মারামারি হিংসা দলাদলি হবে না তো খেলার মধ্যে
যদি কেউ হেরে যায় টিম/দল থেকে বাদ পড়বে?
জানতে ইচ্ছে করে, খেলায় জিতলে কি পুরস্কার থাকবে ?
বিজয়ী কি ভাবে খেলার পর বিজয় উল্লাসে মাতবে?