ভূমিপুত্র : অর্ক বন্দ্যোপাধ্যায়।

0
533

আমার শরীর জুড়ে বাংলার পাললিক ঘ্রাণ,
জল লেগে আমার পোশাকে।
যে আমাকে নদ বলে ডাকে,
আমি, তার কানে কানে মাতৃমন্ত্র করি দান।

যে সকল ভূমিপুত্রকে বদলে রেখেছ ভূমিদাসে,
সে তার মায়ের কাছে শিখে নেয় কলা-কৌশল…
আকাশ তো স্বাভাবিক, দেওয়াল আসলে এক ছল
তারপর বিদ্রোহ, বিদ্রোহ শ্বাস-প্রশ্বাসে।

আমার কলম যেন বৃক্ষের যতেক প্রশাখা,
বট-পাঁকুড়ের তল ঘেঁসে
কুড়িয়েছো পথিকের বেশে
গোপন ইস্তেহার, পাতায় পাতায় লিখে রাখা।