নট নাইস Nice : রাজাদিত্য ব্যানার্জী ।

0
2426

হেমন্ত এসেছে । অন্ধকার, চারিদিক ছাই রঙে মোড়া ।
অবসাদ , আত্মহত্যার করার আদর্শ সময় । সুইসাইড করায় একমাত্র হাঙ্গেরি এগিয়ে ফিনল্যান্ডের চেয়ে ইউরোপে |
কয়েক বছর আগের কথা , হঠাৎ দেখি লুফৎহান্সার বাম্পার অফার ফ্রেঞ্চ রিভিয়েরা যাবার ।
মোটামুটি ফিনিশ বুঝলেও বিমানের টিকিট কেনার শর্তাবলী বুঝতে গেলে পরের জন্মে ফিনল্যান্ডে জন্মাতে হবে ।

হেলসিংকি থেকে নিস্ পৌঁছাতে ২১ ঘন্টা লাগবে । ফ্রিল্যান্স অভিনেতা /পরিচালকের ফ্রিল্যান্স করে , কর দিয়ে মাসের মাঝে হাতে আর কত থাকতে পারে ? ক্রেডিট কার্ড কাজে এলো । সেসব হিচ হাইকিং এর দিন রাত্রি | ৫ ঘন্টায় বেশি দামের টিকিট নিসে পৌঁছে দেয় , কিন্তু ২১ ঘন্টা ! হ্যাঁ আকাশে হিচ হাইকিং । ফুচকার ফাউয়ের মতন ফ্রাঙ্কফার্ট ও ঘুরতে পারব ।
জয়গুরু বলে বেড়িয়ে একদিনে ফ্রাঙ্কফার্ট শহরটাকে চষে পরের দিন নিসে পৌছালাম ।

ফ্রান্সে গিয়ে কয়েকবার পকেটমারের পাল্লায় পড়েছিলাম ।
সতর্ক হয়ে বাসে উঠে পারি দিলাম কান । স্বপ্নের চলচ্চিত্র উৎসব । দাদার কাছে কত গল্প শুনেছি ।সত্যজিৎ , মৃনাল সেন , গার্সিয়া মার্কেজের আড্ডার জায়গা ।
এখানেই ট্রুফো , গোদারের হলিউডের মেইনস্ট্রিম সিনেমার বিরুদ্ধে আন্দোলন শুরু ।

নিসের দুয়োমোর থেকে খুব একটা দূরে নয় বাস স্ট্যান্ড
ফেরার পথে সারাদিন বেশ ঘুরেছিলাম । হালকা বৃষ্টি আর কুয়াশা ছিল ।

নিস্ বা ফ্রান্সের ছোট ছোট টাউনগুলো ( শহর বলছিনা পার্ডো মোয়া ) বড়োই শান্ত ।
ইংলিশে কি সুন্দর একটা শব্দ আছে laidback । সময় থেমে আছে , শিল্প সাহিত্য ফুটবল প্রেম নিয়ে কি সুন্দর ছিল ফ্রান্স ।

গতবছর বোস্টন যাবার সময় প্যারিস এর নতুন করে নির্মাণ করা শার্লস দি গল বিমানবন্দরে এসে মনে হয়েছিল অবশেষে ফ্রান্সে এসে ইংরিজি বলে কাটাতে পারবো । চাপা বর্ণ বিদ্বেষ ছিলই কিন্তু যুক্তরাষ্টের মতন পরিস্থিতি কোনোদিনই ছিলোনা । Live & Let live এর দেশ ফ্রান্স ||

আজ কি এই কথা আমার অন্যতম প্রিয় দেশ নিয়ে বলতে পারব ? মোনালিসা লুভেড়ে শান্ত হয়ে দেখছে ফ্রান্স জ্বলছে ! ক্যালিফোর্নিয়ার ওয়াইল্ড ফায়ারের চেয়েও ভয়ঙ্কর এই আগুন ।

ঘৃণা, বিদ্বেষ , বর্ণবৈষম্য , ইসলামোফোবিয়া , ইসলামিক টেররিসম সব মিলিয়ে দা ভিঞ্চির ছবির মতন দেশটা নরক বললে কম বলা হয় ।

প্যারিসের কাছে কনফ্লান্স-সেন্ট-অনরিন এলাকায় শিক্ষককে গলা কেটে খুনের ঘটনার পরেই
নিসে ঐতিহাসিক নতরদাম গির্জায় এক মহিলার গলা কেটে খুন করা হলো আজ । নিহত আরও ২ জন ।

সন্ত্রাসবাদ কি ঈশ্বরের অবদান ?
রঁদ্যা ভেবেই চলেছেন ঈশ্বর কেন এই গ্রহে প্রাণ সৃষ্টি করলেন ? ঈশ্বরে বিশ্বাসী মানুষ মানুষের ভেতর ঈশ্বরকে খুন করে চলেছে ।

এ কোন ফ্রান্স?
কোন ফ্রান্সে ফিরবো কয়েকদিন পর ?

রাজাদিত্য ব্যানার্জী ।