কবি ও কবিতা : উজ্জ্বল সামন্ত।

0
539

লেখা, তাও আবার কাব্য, লেখনী অত সহজ না
কেউ করে ব্যঙ্গ কেউ করে রঙ্গ তাতে দুঃখ হয়না লয় ছন্দ স্বরবৃত্ত অন্তর্বৃত্ত ভাষার বুনোটে শব্দচাষি
ডাইরির পাতায় কাল্পনিক সুখে কলমের আঁচড়় কাটি

কবিতা লেখা চারটি খানি কথা, কবি হলেন স্রষ্টা
ফেসবুক খুলে দেখুন রোজ পোস্ট হয় হাজারটা
অনু-পরমানু গদ্য পদ্য ছন্দ প্রকারের সমাহার
সাধু চলিত দর্শন ভাব রূপ মিলেমিশে সব একাকার

বিজ্ঞান বাস্তব মানুষ প্রকৃতি মন ছুঁয়ে যাওয়ার কথা
আদর্শ সমাজ নারী উন্নয়ন জীবন নীতির ভাষা
বর্তমানে বই অনলাইনে পড়ি পিডিএফ ই-বুকের রমরমা
সময় কম আধুনিক জীবনে বই খুলে পড়ার সময় হয়না

কলম এখন ভোল বদলে আঙুল কি বোর্ডের স্পর্শে
ডিজিটাল যুগে অস্ত্র ভোঁতা হয়ে কলমের ধার হয়তো ক্ষয় হচ্ছে
বইমেলায় ভীড় সেলফি গল্প আড্ডার হিড়িকে মনটা
কজন ভীড় ঠেলে খোঁজ করে নামী প্রকাশনার স্টলটা ?