আকাশ পানে মুখ উঁচিয়ে , শিমুল ডাকে – সই …
ঘুম ভেঙে দ্যাখ চারিদিকে , লেগেছে হইচই॥
আজকে সারা গ্রাম শহরে , বসবে রঙের মেলা ,
সবাই মিলে রঙ মেখে সঙ – কাটিয়ে দেবে বেলা॥
মনের রঙ আর ফাগের রঙ , দুটোয় মিলে মিশে ,
ফুটবে যে রঙ ক্যানভাসেতে , তার তুলনা কিসে!!
সক্কলে আজ খেলবে হোলি , আবির গুলাল নিয়ে ,
হৃদয়টাকে রাঙিয়ে দেবে , রঙের প্রলেপ দিয়ে॥
মুছে যাবে মান অভিমান , রঙের পরশ পেয়ে ,
দুঃখ ভুলে নতুন সুরে , উঠবে যে গান গেয়ে॥
সে গান শুনে সবার মনে , জাগবে নতুন আশা ,
ক্যানভাসেতে উঠবে ফুটে , রঙ বেরঙের ভাষা ॥
বনের মাঝেও গাছগুলোতে , লেগেছে রঙের ঢেউ ,
রঙ না খেলে মুখ ফিরিয়ে , থাকবেনা আর – কেউ॥
কৃষ্ণচূড়া , পলাশ , শিমুল পেয়ে নতুন প্রাণ ,
রঙের স্রোতে ভাসিয়ে ডিঙা , গাইবে হোলির গান॥
রঙিন ভোরে চোখ বুজিয়ে ,কে আর পড়ে রবে ?
আয় ছুটে আজ সবার রঙে, রঙ মেলাতেই হবে॥
*********
Leave a Reply