রঙিন হওয়ায় : মীনাক্ষী বন্দোপাধ্যায়।

0
487

মাটির তোলার জল জানে
কেমন করে এগিয়ে দিতে হয়;
কেমন করে গাছের ফুলে রং ধরে
কেমন করে সেই ফুলেরা রঙিন ধরায় মানুষের মনে প্রেম জাগায়।
কেমন করে আকাশ জুড়ে
নীল রঙেতে ছবি আঁকে।
আকাশ জুড়ে বসন্ত আসে
না,না, গুটি গুটি পায়ে নয়
রীতিমত দখিনা বাতাসকে
জাগিয়ে,রঙিন ঝড় তুলে
প্রকৃতিকে দাপিয়ে ছুটে চলে
নাম না জানা ফুলকেও
দেয় ফুটিয়ে এক তুড়িতে।
বসন্তের এ এক দারুন দোল
গাছেরা মাতে রঙিন, বাহারি,
ফুল ফুটিয়ে গাছে গাছে,
মানুষ মাতে ফাগে ফাগে
দোলের রঙে মন মাতে……
মাটির তলার জল জানে
কেমন করে সবাইকে
জাগিয়ে তুলতে হয় ।।