১ লা এপ্রিল : সুধন্যা।

0
615

তোমার চতুর্দিকে নাকি আলোর উৎসব…
আমাদের ফিরে যাবার পথ টুকু অধরা;
নোঙর হারিয়ে ফেলেছি!
ঢেউয়ের দোলায় এপার থেকে ওপার
কেবল ভাসাভাসির প্রহসন…
দূরে কোথাও ভাঙ্গার নিপাট আয়োজন,
সুতীক্ষ্ণ শব্দের অনুরণনে বিষণ্ণতা নিরস্ত্র প্রায়!

চলে যাওয়া রোদ্দুর বড় অহংকারী সাজে…
চশমার কাঁচে বাষ্প জড়ো হয়,
মেঘ খোঁজে বিষাদের রং;
নিষ্পলক প্রহর বুঝি সাঁকোটার সন্ধানে…

বসুন্ধরা,আজ পয়লা এপ্রিল!
নির্বাক নতজানু আমরা…
মুখোমুখি,তোমার রসিকতা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here