কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধাঞ্জলি : চায়না খাতুন।

0
497

বিজয় শঙ্খ বাজাতে দর্পে
অলি গলি রাজপথে,
রাঙাচোখে কখনো পাওনি ভয়
প্রতিবাদ খোলা মুখে।

আয় আরো বেঁধে বেঁধে থাকি
প্রেম দিয়ে গেছো নীরবে
মানুষের তরে নিষ্ঠা শপথ
দৃপ্ত দুচোখ শিকড়ে,
হাতে হাত রেখে ধরে থাকো সবে
এখুনি আঁধার যদি আসে নেমে
লেখার মিছিলে হেঁটেছিলে পথ
কলম যায়নি থেমে ।

দেশ দেশান্তরে শঙ্খ পদধ্বনি
মানুষের ঢলে মিশে ছিলে জানি
ইতিহাস নেই যাদের,
অভিষেক যতো রাজা মহারাজার
সিংহাসনের খেলা,
আশাবাদী তুমি ছিলে স্বপ্নময়ী
হাতিয়ার লেখা মেলা।

কতো ঝড় এলো মেলো
বিভেদ লড়াই হলো,
মড়কের পথে নিঃশব্দ মৃত্যু
কি বিষ বাতাসে এলো ?
পৃথিবীর প্রান্তরে পড়েছে আছড়ে
বিষ ঢেউ নিত্য প্রতাপে
ছুঁয়েছে যে দেহ বিবর্ণ ফ্যাকাশে
মৃত্যু পুরীর লাশে।

সে বিষের ছোঁয়া লাগল তোমাকে
সৃষ্টিতে আছো ভেসে,
জাগ্রত বিবেক মৃত্যুর ঘরে
চির ঘুমের দেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here