নিঃশ্বাস : উজ্জ্বল সামন্ত।

0
467

নিঃশ্বাসে যেন বিষ মিশে আছে তাই ভয় লাগে শ্বাস নিতে
অক্সিজেন টা যে এত দামি বুঝিনি তো এর আগে
প্লাস্টিকে প্লাস্টিকে ভরিয়েছি মাটি প্রকৃতিকে করেছি দূষিত
এখন বাঁচতে সেই প্লাস্টিকের মোড়ক ,মাক্স পড়েও চিন্তিত

ঢেউ আসছে বারবার প্রথম দ্বিতীয় এরপর
হাজার হাজার প্রাণের আহুতি কেউ কি হয়েছে তৎপর
শ্মশানে যেখানে লম্বা লাইন চুল্লির আগুনের নেই বিরাম
গদির নেশায় মিছিলের ভীড়ে সংক্রমণে জনগন অবিরাম

সবাই সবাইকে বোঝাতে ব্যস্ত, বুঝতে নয় কেউই
চোখে আঙুল দিয়ে দেখানোর কেউ বেঁচে আছে কি
বিড়ালের গলায় ঘন্টার মালা দিয়ে লাভ কি হবে কিছু
রাজার আসনে তপস্বী বসলেও কখন যে হয়ে যায় মিথ্যুক

নিঃশ্বাসে অবিশ্বাস মনে ভয় আর কত কাল থাকবে
দল-মত নির্বিশেষে সবাই কি ভ্যাকসিন নেবে /মাস্ক পড়বে?
সচেতনতা বৃদ্ধি শুধু সরকারের নয় দায় আমজনতার ও বটে
জীবনটা শুধু নিজের তাই, সিদ্ধান্ত নেবার সময় হয়েছে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here