মানুষ পোকার কঙ্কাল দল : সুরভি জাহাঙ্গীর।

0
460

আহা গিন্নীর শখের মাল্টি চোখের বিড়াল বিদেশিনী !
সোনার নুপুর পায়ে রিনিঝিনি!

সাহেবের.. বিদেশী সাহেবী কুকুর প্রীতির বাহারি খরচের বাহাদুরি।
দেশী কতশত অভুক্ত কুকুর বিড়ালের ঘেউঘেউ মিঁয়াও মিঁয়াও আহাজারি।

ক্ষুধার্তের পেটের থলী,পিঠের চামরায় এক হয়ে লেগে যাওয়া,কোটরে ঢুকে যাওয়া চোখের, মানুষ নামের কঙ্কাল মূর্তি!
একমুঠো ভাতের জন্য কুঁজো পিঠে–
সাহেবের.. সাহেবী কুকুর-বিড়ালের আদর যত্নের দুয়ারে দাঁড়িয়ে ভাবে..
আহা! বিধাতা যেন পর জন্মে–
সাহেবের বাড়ির.. সাহেবী কুকুর অথবা গিন্নীর শখের মাল্টি চোখের বিদেশিনী বিড়াল হয়ে জন্ম নিতে পারি!

আহা! হা-হা- হাসি পেল অতি— ঘৃণিত ক্ষুধার্ত কঙ্কাল মানুষ পোকাদের বিলাসবহুল যত স্বপ্ন ভারী!

ভেবে সত্যিই হাসি পায় আজ অতি — ” সবার উপরে মানুষ সত্যি ” কথাটি আজ পচান প্রীতি।
ভীষণ লজ্জিত আজ ধর্মের অমৃতবাণী.. ” জীবে দয়া করে
যে-ই জন, সেই জন সেবিছে ঈশ্বর “!।

################
ঈশ্বর আজ স্বয়ং ধ্বংসের দামামা বাজিয়ে অস্থির পায়চারি।
পাপে ভরা পচা পৃথিবীর বিনাশ হোক।
ঈশ্বর হুংকার দিয়ে জাগিয়ে তোলে প্রকৃতিকে.. জেগে উঠ প্রকৃতি, সোচ্চার হও। যত আছে মরণশীল ভাইরাস সাজে সজ্জিত অস্ত্রপাতির কল।
সবে মিলে একে একে ক্ষেপণ কর ক্ষেপণাস্ত্র ডেঙ্গু,এইডস, করনা ভাইরাসের দল।
আরো যত আছে অসম্ভবের অস্ত্র ভান্ডার ঘর.. দুয়ার খুলে দাও।
একে একে প্রয়োগ কর যত অভিজাত বিলাসবহুল পাপী বান্দার মহল হীরা জহরত।
#############
পালাবি কোথায়?
সামনে পিছনে কোথাও তোদের নেইরে পথ।

এঁদো-ডোবার ঘৃণিত কঙ্কাল ক্ষুধার্ত মানুষ পোকাদের দল.. বলিছে সবাই মিলে চলরে চল।
প্রাসাদ- নগর আমাদের গড়া কর দখল তোরা।
ভুকা ফাকা মানুষ আমারা নিয়েছি নতুন শপথ.. তোদের রক্ত রাঙ্গায়ে এবার ফলাব সু-ফসল।
এবার বুঝি হবে সাম বন্টনের ইতিহাসে।

#########৳৳##
এখনো সময় আছে বিলাসের শয্যা ছাড়ি, নেমে এসো নিপীড়িত মানুষের কাছে।