অবলাকান্ত : কাজী নুদরত হোসেন।

0
350

তুমিও ঘুরছো আমিও ঘুরছি
বুঝলে অবলাকান্ত,
পৃথিবী ঘুরুক নাইবা ঘুরুক
সময়টা ঘুরছে..
সময়ই ঘোরাচ্ছে
পৃথিবীকে..তোমাকে আমাকে,
আর তুমিও ঘুরছো
আমিও ঘুরছি..
বুঝলে অবলাকান্ত..

কিন্তু তুমিও রবে না
আমিও রবো না
পৃথিবীও রবে না হয়তো একদিন!
কোথায় যাব
তুমিও জানোনা, আমিও জানিনা।

কে যেন বলে যায় অবলাকান্ত..
সময় থেকে ছিটকে বেরিয়ে যাব,
তুমিও বেরিয়ে যাবে
আমিও বেরিয়ে যাব,
হয়তো পৃথিবীও একদিন..

তাইতো সময়কে
বড়ো ভয় অবলাকান্ত..
সে কিন্তু ঘুরেই যাবে!
পৃথিবী নয়,
সময়ই আমাদের
এখানে এনেছে অবলাকান্ত,
আনছে..ঘোরাচ্ছে…
ছিটকে দিচ্ছে..

——————
(কাজী নুদরত হোসেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here