জীবন : প্রবীর সেন।

0
470

জীবনে যা কিছু “মনে রাখা’ শুধু
মরার পরেই সব স্মৃতি ,
বাঁচবে কোথায় ? নিরুপায়ে আজ
মরছে মানুষ যথারীতি ।

নাইবা মরলে মহামারীতে
আসবে মরন যেকোনো দিন,
সকাল সন্ধ্যে খুঁজছো প্রদীপ
আলাদিনের, ও সেই জিন ।

এই দেখো সেই স্তম্ভ খানা
গম্বুজেতেও রক্তদাগ ।
এখন শুধু স্মৃতি ছাড়া আর
একটুও নেই কোথাও রাগ ।

তুমি কিন্তু নাই মানো আর
জীবন কেবল মুঠোর ছায় ,
আগুনও কিন্তু দম্ভ-দেমাক
অহংকারও সব পোড়াই ।

কেউ জানেনা কি হবে কাল
অথবা ঠিক পরের ‘খন
তুমিই শুধু নেই দেখো আজ
পড়েই আছে যকের ধন ।

কি করেছ তাকিয়ে দেখো
তোমার মোছা ঐ আয়নায় ,
বাড়ি গাড়ি গয়না শাড়ি
অগোছালোও রোজ গোছায় ।

একটু ভাবো তাকিয়ে দেখো
ওই জলে মুখ , কার ছায়া ?
কোনটা তোমার, ঠিক কোনটা
আসলে নাকি সব মায়া ?