ফেসবুক : মান্তু দেব রায়।

0
571

প্রথম পরিচয় তোমার সাথে আমার ফেসবুকে,
বন্ধুত্ব তারপর ধীরে ধীরে ভালো লাগা,
নিজেদের অজান্তে ভালোবাসা,
বেশ কাটছিলো,
রাতে ঘুমোতে যাওয়া থেকে সকালের ঘুম ভাঙা পর্যন্ত, দুজনে সারাক্ষণ ম্যাসেজের অপেক্ষা….

আমাদের গল্পের কোনো সময় সীমা ছিলো না,
ছিলো না কোনো সংকোচ,
মনের সবটা উজাড় করে দিতে ভালো লাগতো….
রাগ, অভিমান, অভিযোগ জুড়ে ছিলো আমাদের বন্ধুত্ব….

আমি ম্যাসেজের রিপ্লাই না দিলে কেমন রেগে যেতে তুমি!
আমাদের দেখা করার ইচ্ছে প্রকাশ তুমি করে ছিলে প্রথম,
ভালোবাসার গভীরতা ছুঁয়ে কত পোস্ট করেছি নিজের টাইম লাইনে,
তুমিও অভিমানী পোস্ট করে আমায় ট্যাগ করেছো অজস্র বার…..

আজ সব কিছু বন্দী ব্লক লিস্টের পাতায়,
আমায় কেমন নির্দ্বিধায় ব্লক করে দিলে তুমি!

খুব কষ্ট হয়ে ছিলো সেদিন,

ফেসবুক, হোয়াটসঅ্যাপ,কল লিস্ট সব জাগায় আমায় ব্লক করে দিলে তুমি,
আজ বছর খানেক পর খুব জান্তে ইচ্ছে হয়,
তোমার মনের গহীন থেকে মুছতে পেরেছো কি আমায়?