কলঙ্কিত চাঁদ : প্রসেনজীৎ চট্টোপাধ্যায়।

0
516

আজও আমি তোর প্রেমেতেই রাজা
রাজ্য আমার প্রেমিক মনের জমি
তফাৎ শুধু বদলে গেছিস তুই
তোর বদলে যাওয়া স্বপ্ন বড় দামী ।

বদলানোটা খুব স্বাভাবিক বলে
খুব সহজেই বদলে যাওয়া যায়
যার যা স্বভাব সে সেভাবেই চলে
কেউ জ্যোৎস্না মেখেও চাঁদটা ছুঁতে চায় ।

আমার স্বভাব অভাবটা তোর বোঝে
খোয়াব যে তার আজও আগের মতো
প্রশ্নগুলো জবাব খুঁজে মরে
যখন স্মৃতি হয় শাণিত ক্ষত ।

নিত্য নতুন দেখছি কত কিছু
পিচ বাঁধানো রাস্তা চোরা বালি
দুধের সর চাখতে গিয়ে গাভী
মাখছে মুখে প্রকাশ্যে চুনকালি ।

যুগের হাওয়া বইছে এলোমেলো
সেই হাওয়াতেই উতলা মেঘ তুই
তবুও তোকেই বৃষ্টিভেজা চোখের
দৃষ্টি দিয়ে মেঘলা দিনে ছুঁই ।

আজ প্রেমটা আমার লজ্জা বলে লোকে
কেউ বা বলে মোহ, মরণ ফাঁদ
শুধু আমিই দেখি আমার হৃদাকাশে
মুখটা যে তোর কলঙ্কিত চাঁদ ।

যে বদলে গেছে সে তার কথা ভাবে ?
যে আঁকড়ে বাঁচে নিত্য অবহেলা
সে কুড়িয়ে নিয়ে টুকরো স্মৃতিগুলো
মুক্তা ভেবে মর্মে গাঁথে মালা ।।

কবি – প্রসেনজীৎ চট্টোপাধ্যায়
শেওড়াফুলি, হুগলী জেলা, পশ্চিমবঙ্গ
16/06/2021
copyright@Prasenjit Chatterjee