সম্পর্কের অবনতি : মান্তু দেব রায়।

0
491

সম্পর্ক গুলো ভিজে গেছে শ্রাবণ ধারায়,
মনের মৃত্যুর শব্দ টুপটাপ ফোঁটায় অবিরত,
প্রিয় মুখ ভেসে যায় নুড়িপাথরের সাথে,
প্রতিশ্রুতি কালো পর্দায় মুড়ে থাকে -দম আটকে ….

সম্পর্ক কে দুমড়ে মুচড়ে হত্যা করা হয়,
হঠাৎ ভালো না লাগার ইচ্ছে শক্তি প্রয়োগে……
অভিযোগের বন্যা প্লাবিত হয় মস্তিষ্কের অলিতে-গলিতে,

আমি-তুমি -আমরা ধীরে ধীরে অচেনা হতে থাকি,
অপ্রিয় সম্পর্ককে তাই দিয়ে যায় ফাঁকি…..

প্রিয় মুখ আবছা হয়,
অপ্রিয় হয়ে ওঠে কবে! সময়ের অবকাশে –
সব ভুলে যাওয়ার ভানে,
অন্য পথে হাঁটতে থাকা.
হয়ত বা অন্য হাতে হাত রাখা………

রাতের অন্ধকারে গুমরে – গুমরে কাঁদে কারো অন্তর
কেউ আবার নেশার ঘোরে আঁকড়ে ধরে বালিশ – চাদর…..

সস্তার সম্পর্কে যারা বিশ্বাসী তারা হয়ত ক্ষনিকেই পেয়ে যায় মায়াবি রাত- ভোর…..
দুচোখের পাতা – রাত জাগা ভোরে – সূর্য দেখবে বলে পারি দেয় দূরদূরান্তর……