ফিরে পাওয়া : মান্তু দেব রায়।

0
480

ভুলে গেছিলাম প্রেমের শব্দ
ভুলে গেছিলাম ভালোবাসাময় আবেগ,
অনুভূতির চিহ্ন মুছে ফেলেছি শত সহস্র আলোকবর্ষে…..

দূরত্ব বাড়িয়েছি মনের থেকে মনের,
জানলার ফাঁক গুলো আঁটকে দিয়েছিলাম….

তোর শব্দ যেন বাতাসের গায়ে গায়ে ভাসে না আর,
অনবরত চেষ্টা করে গেছি তোকে ভুলে যাওয়ার ……

ভুলে যেতে চেয়েছি সম্পূর্ণ তুই কে….

ভিতর ভিতর গুমরে গুমরে
নিজেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে –
নিকোটিন আর রক্ত রঙের জলে নিজেকে ডুবিয়ে রেখে,
দূরত্ব বাড়িয়েছি হাজার মাইল…..

সে সব তোর সবটাই অজানা….
রাত জেগেছি বহুবছর সাইকেডেলিক আলোয়…..

আজ হঠাৎ মুখোমুখি আমরা……
ভুলে ভরা জীবন যুদ্ধে হাপিয়ে উঠে মাঝপথে আবার দেখা………