করোনার প্রকোপে সমস্যায় থিম শিল্পীরা,হতবম্ভ।

0
491

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- প্রায় দু বছর তুলিতে পড়েনি হাত। নিজেদের হাতে তৈরি থিমের জিনিষ গুলোতে জন্মছে আগাছা। ২০২০ সালে মহামারী করোনা আবহের জন্য দূর্গাপুজোতে ডাক পরেনি প্যান্ডেল তৈরির জন্য। এবছরও একই অবস্থা। তাই সমস্যায় পড়েছে থিম শিল্পীরা। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের তাজপুর গ্রামের বাসিন্দা থিম মেকার রঘুনাথ জানা প্রতি বছর পূর্ব মেদিনীপুর জেলার জেলার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলাতে দূর্গাপুজোর সময় থিমের প্যান্ডেল করতেন। কিন্তু ২০২০ সালে করোনা আবহে জেলাতে একটি মাত্র কম বাজেটের থিমের প্যান্ডেলের কাজ করেছিলেন। কিন্তু এবছর পুজোর সময়ে তৃতীয় ঢেউ এর প্রভাব থাকবে তাই পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা হলেও ফাইনাল হয়নি কোনো কিছু আদপে হবে কিনা তা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে থিম মেকাররা। এই পেশার সঙ্গে যুক্ত শিল্পীরা এক বছর অপেক্ষা করে পুজোর সময় বায়না হলে দুটো পয়সার মুখ তারা দেখতে পাবে কিন্তু এই দু বছর করোনা আবহে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের বক্তব্য সরকার যদি পুজো করার নির্দেশ দেয় তাহলে কিছুটা বাজেট কমিয়ে হলেও থিমের প্যান্ডেল করে পুজো করব। কিন্তু তৃতীয় ঢেউ আসতে চলেছে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এখন সরকারি নির্দেশের দিকে তাকিয়ে পুজো উদ্যোক্তা থেকে থিম মেকাররা।