আজকের রেসিপি, ট্রবেরি ও লেমন শরবত।

0
364

উপকরণ : স্ট্রবেরি ২ কাপ, চিনি কোয়ার্টার কাপ, লবণ আধা চা-চামচ, জল ১ কাপ, লেবুর রস কোয়ার্টার কাপ, বরফকুচি।

প্রস্তুত প্রণালি : স্ট্রবেরি টুকরো করে কেটে নিন। এবার বাকি উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে বিট করুন। তারপর দেখতে ভালো লাগে, এমনভাবে পরিবেশন করুন।

।।সংগৃহীত।।