জয় বঙ্গবন্ধু : সুরভি জাহাঙ্গীর।

0
1295

জয়বাংলা জয় বঙ্গবন্ধু!

আমি মহাকালের মহাপ্লাবন.. আগ্নেয়গিরির অগ্নি লাভা।
আমি ধ্বংস.. আমি জন্ম।
আমি দুষ্টের দমন.. সৃষ্টির পালক।

আমার বুকের রক্তের প্লাবনে মহাসমুদ্রের সৃষ্টি!
আমার বুকের রক্তজবার তাজা রক্তে.. সূর্যের জন্ম।
আমার সাহসের কলমের তরবারির রক্তে..সোহরাব- রুস্তমের বীরত্বের ‘শাহনামা’ কাব্য রচিত হয়।

আমি ‘চে গুয়েভার’ বিপ্লবের ফসল।
আমি বিপ্লবী ‘ ইলা মিত্র, প্রীতিলতা,মাষ্টারদা,ক্ষুদিরাম,সূর্য সেনের একত্রিত মূলমন্ত্র।
আমি ‘সুভাষের ‘ রক্ত শপথ!

আমি নতুন দিনের.. নতুন যোদ্ধা।

আমি গনতন্ত্র!
আমি? আমি জনতার উত্তাল ঢেউ!
আমি ঐক্যের প্রতীক..আমার ঐক্যের ঐতিহাসিক ভাষণে পৃথিবীর সমস্ত নদী ঐক্যবদ্ধ হয়।

আমি ইতিহাসের সেই দিনের,সেই সাক্ষী!

আমি বৃটিশ বিরোধী সকল আন্দোলনের সৈনিক। আমি ‘পলাশীর আম্রকাননের প্রহসনের ষড়যন্ত্রের যুদ্ধের বিরূদ্ধে নিশ্চিত পরাজয় জেনেও.. শেষ পর্যন্ত লড়ে যাওয়া, সেই সংশপ্তক।
বিশ্বাসঘাতক মীরজাফর,
মীরন,জগৎশেঠ,রায় দূর্লভ আর ঘষেটি বেগমের পাপের পরিনতির..প্রত্যক্ষ প্রমান সেই দুর্গম কালো পাথুরে পাহাড়।

আমি শহীদের তাজা রক্তের প্রতিশোধ।

আমি, শহীদ বরকত,জব্বার, রফিক আরো লাখো লাখো শহীদের রক্তস্নাত ২১ র’ চেতনা।

আমি রক্তান্ত সেই ভয়াল দিনের ‘ জয়বাংলা”র শ্লোগান!
আমার শ্লোগানে.. জনসমুদ্রের উথাল-পাতাল ঢেউ উঠে।

আমি ইতিহাসের ঐতিহাসিক বিচারক।
আমির বিচারিক মঞ্চে
আগরতলা ষড়যন্ত্রের হোতা, মোনেম,ইয়াহিয়া আর ভুট্টোর বিচার হয়।
আমি ইতিহাসের সেই দিনের বিচারের ঐতিহাসিক ফাঁসির দড়ি… ” দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান”!

আমি উত্তাল দিনের সেই বজ্রপাতের সেই বজ্র সৈনিক।
আমার কন্ঠের বজ্রধ্বনিতে ‘৬দফা’ আন্দোলনের জন্ম হয়।

আমার বজ্রকন্ঠে ধ্বনিত হয় পৃথিবীর সেরা ভাষন,”ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।আমাদের যার ঘরে যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবিলা কর।

আমি ইতিহাসের সেই “১৯৭১”! সেই অতর্কিত হামলার কালরাত্রির নির্মমতার সন্তান!

আমি নতুন প্রজন্ম!
আমি প্রতিশোধের প্রতিজ্ঞা!
আমি আবারো বলছি.. বার বার বলছি..আমি আগামী দিনের নতুন যোদ্ধা।

আমি ১৫ ই আগষ্টের মহাকালের মহান নেতা জাতিরজনক বঙ্গবন্ধু ” শেখ মুজিবুর রহমান “এর স্ব পরিবারে নির্মম হত্যার বয়ে যাওয়া রক্তের ঢল!

আমি বয়ে যাওয়া সেই রক্তের রক্তপ্রবাহ।

আমি ইতিহাস!
আমি স্বাধীন বাংলার স্বাধীনতা!
আমি নতুন দিনের.. নতুন যোদ্ধা।
আমি জয়যাত্রায় জয়িতার সেই সন্তান।

আমি নতুন দিনের, নতুন মুজিব!
” জয়বাংলা! জয় বঙ্গবন্ধু!

( বাংলাদেশ/ ঢাকা)